যৌথবাহিনীর দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু

বাংলাদেশ চিত্র ডেস্ক

সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, রাত ১২টা থেকে শুরু হয়েছে বিশেষ এই আভিযান। গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলায় জড়িতের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করে যৌথবাহিনী। এদের মধ্যের ৩ জনকে গ্রেফতার করা হয় রাতে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব চেকপোস্টে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইন পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। এ সময় ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে জানতে চাইলে বলেন, এ বিষয়ে আইএসপিআর জানাবে।

চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হয়। নগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি। শনিবার রাত ১২ টা থেকে টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই গাজীপুরের বিভিন্ন সড়কে যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। ডিসি অফিসের সামনে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। মোটরসাইকেলসহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। তবে সেসব অভিযান নিয়ে কোনো তথ্য দেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার আরও একাধিক জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট।

রাত ১২টার পর থেকে রংপুর মহানগরে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশকেও দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের মতোই তারা টহল দিচ্ছেন। এর বাইরে, বড় অপরাধীদের ধরতে তারা অভিযান চালাচ্ছেন। সাতক্ষীরায়ও রাত ১২টার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের। সেনা সদস্যরা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলছে। তবে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে কোনো তথ্য দেননি তারা।

Share This Article