আসরজুড়ে অপরাজেয় রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গায়ানা। ৪ উইকেটে ১৯৬ রান তোলে স্বাগতিকরা। জবাবে এক বল বাকি থাকতে ১৬৪ রানে অলআউট হয় নুরুল হাসান সোহানের দল।
আগে ব্যাট করতে নামা গায়ানার শুরুর উইকেট পড়ে ২১ রানে। ৫ রান করা এভিন লুইসকে খালেদ ফেরানোর পর ১২১ রানের জুটিতে গল্প বদলে দেন জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ। চার্লস ৬৭ করে রিটায়ার্ড হার্ট হন। গুরবাজ খেলেন ৬৬ রানের ইনিংস। শেষটায় রাদার্ফোর্ড ও শেফার্ডের ৪৮ রানের ক্যামিও জুটিতে চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় গায়ানা।
নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। ইফতেখারের সর্বোচ্চ ৪৬, সাইফ হাসানের ৪১ আর মাহিদুল অঙ্কন করেন ৩০ রান।
ব্যাট হাতে সৌম্য-সোহানদের ব্যর্থতার দিনে শিরোপা উদযাপনে মাতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ম্যাচ সেরা হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, আসর সেরার পুরস্কার উঠেছে ইমরান তাহিরের হাতে।
The post রংপুরের স্বপ্ন ভেঙে জিএসএলের শিরোপা জিতল গায়ানা first appeared on Latest BD News Bangladesh Breaking News.