গবি প্রতিনিধিঃ
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আগামী ০১ মার্চ রংপুরে হতে যাচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী - ২০২৩।
আগামী বুধবার (০১ মার্চ) প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহোযোগিতায় এবং রংপুর সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে রংপুর উপজেলা প্রাঙ্গন মাঠে।
রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নুর নাহার বেগমের সভাপতিত্বে এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নাসিমা জামান ববি। এছাড়া মেলায় অংশ নিবে উপজেলার ভেটেরিনারি হাসপাতালের ডাক্তারগণ সহ বিভিন্ন পর্যায়ের খামারি ও সাধারণ জনগণ।
সকাল ১০টায় উদ্ভোদন হওয়া এ অনুষ্ঠানে খামারী ও প্রাণী প্রেমিদের বিভিন্ন গৃহপালিত খামারের প্রাণী প্রদর্শনী ও অনুষ্ঠানের অতিথিদের মূল্যবান আলোচনা সভা চলমান থাকবে ১২.২৫ পর্যন্ত। পরে দুপুর ৩.০০টায় প্রদর্শনী সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণীর মাধ্যমে এ মেলার সমাপ্তি ঘটবে।