
আবু নাসের সিদ্দিক তুহিনঃ রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬৫ – তম সাহিত্য বৈঠক ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার সন্ধ্যায় পরিষদের টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
” বাংলা সাহিত্যে মানুষ ও মনুষ্যত্বের স্থান ” শীর্ষক আলোচনা করেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
নিজের লেখা কবিতা পাঠ করে শোনান কবি, লেখক, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, এ এস এম হাবিবুর রহমান, আবুল কাশেম, লুৎফর রহমান সাজু, আফজাল হোসেন, নওয়াব আলী, খন্দকার মাহফুজার রহমান, হাই হাফিজ, সঙ্গীতা, জয় রাজ, সুফি জাহিদ হোসেন।
কবিতা আবৃত্তিতে অংশ নেন, আব্দুল কুদ্দুস, মেসবাউর রহমান, মামুন উর রশিদ, জান্নাতুল মাওয়া, নীরেশ মুখার্জী।
সংগঠনের সার্বিক দিক নিয়ে কথা বলেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। শুভেচ্ছা কথা বলেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, রংপুর চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাশেম, লেখক ও রাজনীতিবিদ শ ম আমজাদ হোসেন সরকার, লেখক ও বিশিষ্ট আইনজীবি এড. মাসুম হাসান, পরিষদের সাবেক সভাপতি, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, জেনিফার আলী এলি,ডা. সমর্পিতা ঘোষ তানিয়া, সালমা হোসেন পপি।
সঙ্গীত পরিবেশন করেন নারায়ণ চন্দ্র বর্মা, সুফি জাহিদ হোসেন, ডা. মফিজুল ইসলাম মান্টু। বৈঠকে পরিষদের সহ – পাঠাগার সম্পাদক তাজুল ইসলামকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ড. নাসিমা আকতার, আজীবন সদস্য হোসনে আরা মুন্সী, জয়িতা নাসরিন নাজ, লেখক ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন তাজুল ইসলাম।
সাহিত্য বৈঠকটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ।