রমজানে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো

বাংলাদেশ চিত্র ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল। রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে তেলআবিব।

রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস।

জানা গেছে, প্রস্তাব অনুযায়ী গাজায় বন্দি অর্ধেক সংখ্যক জিম্মিকে মুক্তি দেয়া হবে। যারমধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবে। বাকিরা মুক্তি পাবে স্থায়ী যুদ্ধবিরতিতে সমঝোতা হলে।

Share This Article