রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিল্লাল হোসাইন, জামালপুর:

বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ সেপ্টেম্বর) রাতে রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক একেএম সরোয়ার হোসেন মিষ্টার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।

সভায় বিশেষ অতিথি বক্তব্যে দেন জেলার আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মির্জা সাখায়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, উপদেষ্টা আব্দুল আজিজ খান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, সদস্য ও সদর আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সদস্য রেজাউল করির রেজনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজিব আহাম্মেদ, সদস্য খন্দকার ফজলুল হক, জাহাঙ্গীর আলম লিচু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইযাজমিন লিটা প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। নির্বাচনকে সামনে রেখে পুরোনো সকল ভেদাভেদ ভুলে সকলকে এক কাতারে দাড়িয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, নৌকায় ভোট দিতে জনগণকে উৎসাহিত করতে হবে। সকলের কাছে গ্রহনযোগ্য এমন লোকদের কেন্দ্র কমিটিতে আনতে হবে। তিনি আরো বলেন, কার পদ আছে, কার নেই, সেটা আমার জেলা আওয়ামী লীগের কাছে, বিবেচ্য বিষয় নয়, আমি মনে করি যারা জয় বাংলা বলে, যুগে যুগে নৌকার পাল ধরে রেখেছে, সবাই সমান দলীয় কর্মী। এতে জামালপুর জেলা আওয়ামী লীগের কাছে কোন ভেদাভেদ নেই।

সভায় শেষে আগামী দ্বাদশ নির্বাচনের জন্য প্রতিটি ওয়ার্ডে কেন্দ্র কমিটির গঠনে নির্দেশনা দেওয়া হয়।

Share This Article