
টুইকেনহ্যামে মহিলাদের রাগবি বিশ্বকাপ ফাইনালে কানাডাকে ৩৩–১৩ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল ইংল্যান্ড। রেকর্ড ৮১,৮৮৫ দর্শকের সামনে লাল গোলাপ অর্থাৎ রেড রোজেসরা শক্তিশালী আক্রমণ ও দুর্দান্ত রক্ষণভাগের সমন্বয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে। ফাইনালের শুরুতে কানাডার এশিয়া হোগান-রোচেস্টার ট্রাই করলেও দ্রুতই এলি কিলডানের ঝলমলে একক ট্রাইতে ম্যাচে ফেরে ইংল্যান্ড। এরপর অ্যামি কোকেন, অ্যালেক্স ম্যাথিউস (২) ও অ্যাবি ওয়ার্ড ট্রাই করে জয় নিশ্চিত করেন।
২০১৪ সালের পর এটাই ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়। এর আগে তারা টানা দুটি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। এবার সেই হতাশা কাটিয়ে টানা ৩৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল জন মিচেলের শিষ্যরা।
কানাডা সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও সবচেয়ে বড় মঞ্চে ইংল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি। এই জয় ইংল্যান্ডে মহিলাদের খেলাধুলার জন্য এক স্মরণীয় বছর হয়ে থাকববে—কারণ ফুটবলেও লায়নেসরা জুলাইয়ে ইউরো ২০২৫ শিরোপা ধরে রেখেছিল।
ইউআরএল কপি করা হয়েছে