রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬২

অপরাধ চিত্র ডেস্ক ::

অপরাধ চিত্র ডেস্ক ::

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১০০২ গ্রাম ১৩৭ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেনসিডিল, ৪২ কেজি ৯৮২ গ্রাম গাঁজা, ২২০০০ মিলি দেশি মদ ও ৪ হাজার ৬৮২ ইয়াবা উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Share This Article