রাজধানীর কলাবাগানে ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর কলাবাগান থানাধীন একটি বাসার ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগান থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, রোববার রাতে তাসলিমা ও তার স্বামী নজরুলের মধ্যে ঝগড়া হয়। সকালে নজরুল দুই মেয়েকে নিয়ে বোনের বাসায় যান। সেখানে মেয়েদের রেখে উধাও হয়ে যান তিনি। পরে মেয়েরা তাদের মামাকে খবর দিলে কলাবাগান থানা পুলিশের সহায়তায় তারা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হত্যার পর নজরুল মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে গেছেন।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও পিবিআইর একটি দল উপস্থিত থেকে তদন্ত চালাচ্ছে।

তাসলিমার পরিবার জানায়, নজরুল পেশায় ব্যবসায়ী হলেও বর্তমানে কিছু করেন না। তারা তার দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

Share This Article