
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোয় শেষ মুহূর্তের বেচা-কেনা চলছে। তবে বেশিরভাগ হাটেই গরুর সংকট দেখা দিয়েছে। ইজারাদার ও ব্যাপারিরা জানিয়েছেন, তাদের হাটে বৃহস্পতিবারই গরু বিক্রি অনেকটাই শেষ হয়ে গেছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে এসে কাঙ্ক্ষিত পশু কিনতে পারছেন না অনেক ক্রেতাই। এক হাট থেকে অন্য হাটে দৌড়াচ্ছেন
ব্যাপারিরা বলছেন, নতুন করে পশু না এলে বিকেল নাগাদ খালি… বিস্তারিত