রাজধানীর বসুন্ধরায় স্কুলের সামনে গুলি

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের (আইএসডি) সামনে গুলির ঘটনা ঘটেছে। আজ বুধবার (৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মানুষ হতাহত হননি। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ভুল করে একজন অভিভাবকের ‘লাইসেন্স করা’ শটগান থেকে মিসফায়ার হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের (আইএসডি) সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া তেমন কিছু হয়নি। বিষয়টি অসাবধানতাবশত হয়েছে। তারপরও ঘটনায় জড়িতদের কাছে বিষয়টি জানা হচ্ছে। তাদের বক্তব্যের পর বিস্তারিত বলা যাবে।

গুলির ঘটনাকে ‘মিসফায়ার’ বলে দাবি করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) হাসানুজ্জামান মোল্যা। তিনি বলেন, কোন গাড়ি থেকে কার বন্দুক থেকে গুলি বের হলো, তা তদন্ত করা হচ্ছে।

Share This Article