রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে থানায় বিএনপি-জামায়াতের যৌথ সভা

বাংলাদেশ চিত্র ডেস্ক

চৌদ্দগ্রামে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা প্রশমনে থানা পুলিশের উদ্যোগে বিএনপি ও জামায়াতের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানায় অনুষ্ঠিত এ সভায় দুই দলের প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।

সভায় চৌদ্দগ্রাম সার্কেল অফিসার ফারুকুল ইমাম এবং অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহমেদ দুই দলের নেতাদের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা ভবিষ্যতে কোনো উসকানি, সংঘর্ষ বা অস্থিতিশীলতা যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

যৌথ সভায় বিএনপি ও জামায়াতের নেতারা স্থানীয় শান্তি–শৃঙ্খলা রক্ষায় একমত পোষণ করেন। তারা বলেন, চৌদ্দগ্রামের রাজনীতি অতীতে যেমন শান্ত ছিল, ভবিষ্যতেও সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

নেতারা প্রশাসনকে সর্ব্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে জানান, দু’দলই জনগণের নিরাপত্তা ও এলাকার স্থিতিশীলতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দলের নাম ভাঙিয়ে কেউ যদি অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন নেতারা। পাশাপাশি রাজনৈতিক স্বার্থে অপতৎপরতায় জড়িত আওয়ামী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির বিষয়টিও সভায় গুরুত্বসহকারে আলোচিত হয়। নেতারা জানান, এসব অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন উপস্থিত রাজনৈতিক নেতারা। তারা বলেন, পুলিশের মধ্যস্থতাতেই দুই দলের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার পথ সুগম হয়েছে।

সভা শেষে বিএনপি–জামায়াতের নেতারা যৌথভাবে ঘোষণা করেন, চৌদ্দগ্রামকে কোনোভাবেই রাজনৈতিক অস্থিরতার দিকে যেতে দেওয়া হবে না। শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে।

স্থানীয় সাধারণ মানুষ দুই দলের এই বিরল যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share This Article