রাজনৈতিক মামলায় খালাস পেলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু

বাংলাদেশ চিত্র ডেস্ক

ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু তার বিরুদ্ধে দায়ের হওয়া দলীয় মামলা থেকে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ময়মনসিংহের বিজ্ঞ আদালত তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে আনুষ্ঠানিকভাবে খালাস প্রদান করেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ভালুকা উপজেলার বাটারফ্লাই এলাকার একটি বিষয় নিয়ে অনলাইনে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে দলীয় একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে তাকে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ আনা হয়েছিল।

তবে তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা কোনো প্রকার অভিযোগের সত্যতা পাননি। তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, “ঘটনার বিষয়ে সংগৃহীত তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণে দেখা গেছে, অভিযুক্ত ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।”

দীর্ঘ তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানেও দেখা যায়, ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সঙ্গে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে সকল অভিযোগ থেকে খালাস দেন আদালত।

স্থানীয় রাজনৈতিক মহলে এ রায়কে স্বাগত জানানো হয়েছে। অনেকেই একে “ন্যায়বিচারের বিজয়” হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, মামলাটি খারিজ হওয়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর প্রতি একাত্মতা জানিয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

Share This Article