রাজবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উৎযাপিত

জেলা প্রতিনিধি(রাজবাড়ী)

জেলা প্রতিনিধি(রাজবাড়ী):-
বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যলয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, সহ- সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জব্বার ফকির,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, ১/১১ আন্দোলনের অগ্রসেনা রাজবাড়ী ২ শেখ সোহেল রানা টিপু।
শেখ সোহেল রানা টিপু তার বক্তব্যে বলেন, “বাঙালির মুক্তির দিশারি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী হিসেবে দেশের মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা ভাবনা করে সব সময় সবাই কে অনুপ্রেরণা ও সৎ সাহস যুগিয়েছেন এই মহীয়সী নারী,তিনি ছিলেন বাংলার মানুষের ভালোবাসার মূর্ত প্রতীক। যে নারীর সাহসী পদক্ষেপ এর কারণে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা।”

Share This Article