জেলা প্রতিনিধি(রাজবাড়ী):-প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে রাজবাড়ীতে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২দিকে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে এ মামলা দায়ের করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।
মামলায় উল্লেখ করা হয়, বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার আশঙ্কা রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে। একই সঙ্গে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় তা মানহানি হয়েছে। মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়।
মামলায় সাক্ষ্য দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন অর রশিদ মানিক, বিএম এহতেশাম ও কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত শেখ।
মামলার বাদী শেখ সোহেল রানা টিপু বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। আমরাও আইনের দ্বারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি, আদালতে সুষ্ঠু বিচার পাব।