রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের শহীদ ও আহতদের পাশে তারেক রহমান

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এবং বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার মন্টু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, সদস্য সচিব মামুনুর রশীদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য জাহিদুল ইসলাম রনিসহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Share This Article