রাতে বাড়ি ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রাতে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সাবেক সেনা সদস্য মৃত সৈয়দ আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদল প্রায় ১১ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে বলে দাবি পরিবারের। এ ঘটনায় আবুল কালামের ছেলে সৈয়দ আদনান আজাদ রোববার (২ মার্চ) থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতদল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী রেবা বেগম ও অপর এক মহিলা গেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত জিনিসপত্রের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

এ বিষয়ে সৈয়দ আদনান আজাদ বলেন, চাকরির কারণে আমি ঢাকায় থাকি। ফুফুকে নিয়ে আমার মা গ্রামের বাড়িতে থাকেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জনের ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে মা ও ফুফুকে জিম্মি করে বেঁধে রাখে। এসময় স্টিলের আলমারি, কাঠের আলমারি, বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির বিষয়ে মামলা হবে। আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Share This Article