কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের নাথপাড়ার চিলভী বড়ুয়া ওরফে ববি বড়ুয়া তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্থানীয় একদল ভূমিদস্যু ও সন্ত্রাসীর হুমকির মুখে তিনি ও তাঁর চার সন্তান এখন অজ্ঞাত স্থানে আশ্রয় নিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে চিলভী বড়ুয়া অভিযোগ করেন, স্থানীয় জিটু বড়ুয়া, রুবেল বড়ুয়া, শিবু বড়ুয়া ও রিজন বড়ুয়া নামের একদল প্রভাবশালী ব্যক্তি তাঁর পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
তিনি বলেন, “আমার স্বামী খোকন বড়ুয়া তেমহনী বাজারে ছোট একটি মুদি দোকান চালান। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকা লুট করে।”
চিলভী বড়ুয়া জানান, এ ঘটনায় তিনি গত ২৬ জুন রামু আদালতে মামলা (সি.আর. নং ৪৩৬/২০২৫) দায়ের করেন। কিন্তু মামলা করার পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং উল্টো প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরও বলেন, “তারা প্রকাশ্যে বলছে, ‘তোমাদের মেরে ফেলব, লাশ গুম করে দেব।’ এমনকি আমার সন্তানদের স্কুলে যাওয়ার পথে অপহরণের ভয় দেখানো হয়েছে। ফলে চারজনই এখন স্কুলে যেতে পারছে না।”
চিলভী বড়ুয়া আরও অভিযোগ করেন, অভিযুক্ত রিজন বড়ুয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে।
সংবাদ সম্মেলনে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাঁর পরিবার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বামীর দোকানটি পুনরায় চালুর সুযোগ দেওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।