রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো সেনা প্রশিক্ষণ ক্ষেত্রে এই মহড়ায় অংশ নেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং কৌশলগত যৌথ অভিযান সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিতভাবে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ সফলভাবে অংশ নেয়।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ নামক অঞ্চলের মুলিনো সেনা প্রশিক্ষণ ক্ষেত্রে এই মহড়ায় অংশ নেন। মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, সাড়াদানক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে নানা কৌশলগত কার্যক্রম চালানো হয়। এই মহড়ায় বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশ নেন।

 

Share This Article