রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোরের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ অক্টোবর) বিকালে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভের পর তারা একটি গণমিছিল বের করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোরের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল নোমান পিয়াস ও ফুয়াদ ভুঁইয়ার নেতৃত্বে এবং ইফতেখার সরকার শাওনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বক্তব্য দেয়। ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বক্তব্যে শেখ রিফাদ মাহমুদ বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা হারিয়েছেন। রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি। আমরা অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ চাই।
স্বৈরাচারের সন্ত্রাসী এজেন্ডা বাস্তবায়নকারী, গণহত্যার সঙ্গে জড়িত, তারা কোনোদিন ছাত্র-সংগঠন হতে পারে না বলেও জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ছাত্রলীগ অসংখ্য ভাইবোনদের হত্যা করেছে, আমরা দেখতে পাচ্ছি তারা এখনো অবাধে ঘোরাফেরা করছে। তারা এই সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
ছাত্রলীগ এতো গুম, খুন করার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র আফসোস নেই। আমরা অতি শিগগরিই এই সন্ত্রাসী সংঘটন নিষিদ্ধ চাই
বিক্ষোভ মিছিলে অংশ নেন নাটোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।