রাসিকের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমনের মনোনয়ন পত্র দাখিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

 আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আজ ২১ মে মনোনয়ন পত্র দাখিলের প্রথম দিন৷ এদিন বেলা সাড়ে ১১ টার দিকে মনোনয়ন পত্র দাখিল করেন রাসিকের ১৯ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর তৌহিদুল হক সুমন। 

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৩ মে। এর মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন দাখিল পর্ব। প্রথম দিনের প্রথম প্রহরে অনেকেই মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

মনোনয়ন পত্র দাখিল শেষে জনতার কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে আবারো বিজয়ী হবো ইনশাআল্লাহ। জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ায় জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আগামী নির্বাচনে ভোট দিবেন বলে আমি আশাবাদী। আমার ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি। সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে বলে আমি আশাবাদী। আমাদের ওয়ার্ডে দু একটি কেন্দ্র ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নাই। 

মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share This Article