রাসেল চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাউজান প্রতিনিধি

গত ১২/০৯/২০২৪ ইং তারিখে প্রকাশিত ‘৭০ হাজার টাকায় ৭লাখ টাকা সুদ দিয়েও রেহাই পায়নি রাউজানের সুদখোর রাসেলের কাছে থেকে’ শিরোনামের নিউজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাসেল চৌধুরী। মিডিয়ার কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে তার বক্তব্য তুলে ধরা হলো।

আমি রাসেল চৌধুরী (৩০), পিতা: মোহাম্মদ আকরাম চৌধুরী, সাং: কৈয়াপাড়া, চৌধুরী পাড়া, ৭নং ওয়ার্ড, ১৪নং বাগোয়ান ইউনিয়ন, থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম, এই মর্মে অবগত করিতেছি যে আমি ছোট ব্যবসা করে জীবন নির্বাহ করি। আমি কোনো প্রকার সুদের ব্যবসার সাথে জড়িত নই। স্থানীয় আরিফ (৩২), পিতা: সিরাজুল ইসলাম প্রকাশঃ লেদা এর সহিত গত ১০/৯/২০২৪ইং তারিখে সামান্য কথা কাটাকাটির জের ধরিয়া বিরোধ সৃষ্টি হইলে, উক্ত আরিফ সহ তাহার ভাই মোঃ মনি (৩৫), মোঃ সাইমন (২৫) এবং স্থানীয় মোঃ মামুন (২৪), পিতাঃ এমদলক, মোঃ সজিব (২৮), পিতা: মোঃ ইউসুফ, সহ আরো অজ্ঞাতনামা ৫/৬জন ব্যক্তি আমার বসত ঘরে আসিয়া, আমার বসত ঘর ভাঙচুর ও লুটপাট করে এবং আমার পিতা-মাতা, ভাইকে মারধর করিয়া আহত করে। এর আগেও আমাকে এবং আমার ভাই মোঃ কায়সারকে মারধর করেছে।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বাদী হইয়া রাউজান থানায় গত ১০/৯/২০২৪ইং তারিখে অভিযোগ দায়ের করিলে, বর্নিত বিবাদী আমার সম্মানহানী করার উদ্দেশ্যে আমার নামে মিথ্যা অভিযোগে সংবাদ উপস্থাপন করে গণমাধ্যমে প্রেরণ করে, যা আপনার পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। আমি যার প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তেরও আহবান জানাচ্ছি।

আমার পার্শ্ববর্তী বেতাগী রামগতি হাটের ডেকোরেশন ব্যবসায়ী বাসু ইতিপূর্বে আত্মহত্যা করিলে, আমি বাসুকে সুদের টাকা লাগিয়েছি বলে অপপ্রচার করে। যার প্রমাণ স্বরুপ মৃত বাসুর স্ত্রীর ভয়েস রেকর্ড সংরক্ষণ করে আপনাদের নিকট প্রেরণ করলাম।

উল্লেখ্য, প্রতিবেদক মৃত বাসুর স্ত্রীর কথা অনুযায়ী নিশ্চিত করেছে উক্ত ঘটনার সাথে রাসেল চৌধুরী জড়িত নহে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে ঘটনাটি ঘটেছে।

Share This Article