রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় শিশুর মৃত্যু থানা ভবনসহ বহু স্থাপনায় ফাটল

বাংলাদেশ চিত্র ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিনজন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশের মতো রূপগঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়, যা মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদির পার্শ্ববর্তী এলাকা হওয়ায় রূপগঞ্জের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের সময়ে একটি টিনশেড বাড়ির সামনের দেয়াল ভেঙে পড়ে। এতে দেয়াল চাপায় ব্যবসায়ী আব্দুল হকের. ১ বছরের শিশুকন্যা ফাতেমা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। একই ঘটনায় আহত হন তার স্ত্রী কুলসুম বেগম।

অন্যদিকে রূপসী এলাকায় বাবুল হোসেন ও তার মেয়ে সুমাইয়া ঘরের ছাদের প্লাস্টার খসে পড়ে আহত হন।

ভূমিকম্পে রূপগঞ্জ থানা ভবন, কাঞ্চন চিনতলা মন্দিরের দেয়াল, গোলাকান্দাইল এলাকার একটি পোশাক কারখানা এবং অসংখ্য আবাসিক ভবনে ফাটল দেখা গেছে। হঠাৎ এই ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে ছুটে বের হয়ে আসে।

প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে কাজ করছে বলে জানা গেছে।

Share This Article