রূপসায় বাস মালিক সমিতির বিশেষ সাধারণ সভা

বাংলাদেশ চিত্র ডেস্ক

রূপসা প্রতিনিধি।।

রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিশেষ সাধারণ সভা
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় পূর্ব রূপসা বাস টার্মিনালস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
বাস মালিক পক্ষের প্রধান সমন্বয়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হাসান মল্লিক , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ কুমার মিত্র । বাস মালিক সমন্বয়ক মো. ইসমাইল হোসেন ও দিদারুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তৃতা করেন, বাস মালিক মো. আক্তারুজ্জামান, অহিদুল ইসলাম পল্টু, এস এম মিজানুর রহমান, মো. মফিজুর রহমান ভূইয়া, আকিজ উদ্দীন মোল্লা, শাহ নাসিম চৌধরী, রাসেল মোল্লা, রুবেল মীর, জাকির হোসেন, আজিজুল মোল্যা, অ্যাডভোকেট হুমায়ুন কবির উজ্জল, জাহাঙ্গীর মোল্লা, ফাহাদ গাজী, আনোয়ার হোসেন খান, আব্দুল জব্বার রতন, সেলিম শেখ, মো. ইব্রাহিম শেখ,
এছাড়া উপস্থিত ছিলেন, শাহ আলম ভূইয়া, তায়েফ উদ্দিন দারা, মিঠু মোল্লা, মো. জাহিদুল ইসলাম ডাবলু, মঈন উদ্দিন চৌধরী, ধলু ফকির, মিজানুর রহমান, মেহেদী, সোহেল, রেজাউল করিম ছোট প্রমুখ।
অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
সকলের উপস্থিতিতে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী মো. জাকির হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে বাস মালিক, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানকে আহবায়ক , ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় ।

Share This Article