রেমাল পরবর্তী আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশ চিত্র ডেস্ক

ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (২৮মে) সকাল ১০টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো:মান্না (১২) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে। জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাÐবে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম ডুবে যায়। স্থানীয়রা পাকা ভবনে আশ্রয় নেয়। মান্না ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। পরে মঙ্গলবার সকালে দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ হলে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মান্না অসাবধানতা বশত রাস্তার গর্তে পড়ে যায়। গর্তে পানি বেশী থাকায় সে ডুবে গিয়ে মারা যায়।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার মো.দিনাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিঝুমদ্বীপের কয়েকটি জায়গায় জোয়ারের প্রবল ¯্রােতে রাস্তা ভেঙ্গে গভীর গর্তের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় শেষে আশ্রয় কেন্দ্র থেকে মান্না তার পরিবারের সাথে বাড়ী ফেরার পথে সড়কের ওই গভীর গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীস চাকমা বলেন, নিঝুমদ্বীপে পানিতে পড়ে একটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি।

Share This Article