রেল স্টেশনে শিশুরা খাতা, কলম ও পেন্সিল পেয়ে উচ্ছ্বাসিত

admin

শ্রীমঙ্গল রেল স্টেশনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে পথ শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম ও পেন্সিল উপহার দেওয়া হয়।

সকাল ৯ টায় কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের সদস্য হোসেন আহমদ সোহান, রোহিত রায়, ওমর ফারুক প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাবি শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছর সারাদেশে সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের খাতা-কলম কিনে উপহার দেই। পথ শিশুদের মুখে হাসি ফোটানো ও তাদের স্কুলে ফেরানো আমাদের মূল লক্ষ্য। আগামী দিনগুলোতেও টিফিনের টাকায় লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাবে বলে জানান।

Share This Article