রোনালদোর অ্যাসিস্ট গোলে ফাইনালে আল নাসর

বাংলাদেশ চিত্র ডেস্ক

রোনালদোর অ্যাসিস্ট গোলে ফাইনালে আল নাসর

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫


সৌদি সুপার কাপের ফাইনালে পা রেখেছে আল নাসর। প্রথম সেমিফাইনালে করিম বেনজেমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়েছে রিয়ালের ক্লাবটি। এদিন গোলের খাতায় নাম লেখাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো৷ এরপরও আল নাসরের ফাইনালে উঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তারকা ফরোয়ার্ড।
হংকং স্টেডিয়ামে ম্যাচের ২৫তম মিনিটে সাদিও মানে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। তাই বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে তাদের। সেই সুযোগে অনুমিতভাবেই বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দেয় আল ইত্তিহাদ। ম্যাচজুড়ে ৬৫ শতাংশ বল দখলে রাখে তারা। রক্ষণে মনোযোগ দিলেও পালটা আক্রমণে প্রায়ই তাদের অর্ধে ভীতি ছড়িয়েছে আল নাসর। গোলের জন্য প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নেয় তারা। বিপরীতে ১০টির বেশি শট নিতে পারেনি আল ইত্তিহাদ।
লাল কার্ড দেখার আগে ম্যাচের দশম মিনিটে আল নাসরকে লিড এনে দেন মানে। যদিও সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। ১৬তম মিনিটে বার্জউইন আল ইত্তিহাদকে ম্যাচে ফেরান। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। অবশেষে ৬১ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় আল নাসর। মাঝমাঠ থেকে বল নিয়ে জোয়াও ফেলিক্সকে বাড়িয়ে দেন রোনালদো। সহজেই জালে বল জড়ান কিছুদিন আগে আল নাসরের যোগ দেওয়া এই পর্তুগিজ তারকা। এই ব্যবধান ধরে রেখে বাকি সময় পার করে দেয় আল নাসর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Share This Article