
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি দিয়েছেন।
আজ ২৮ এপ্রিল সোমবার আনুষ্ঠানিকভাবে এই ব্যাখ্যামূলক বিবৃতিতে ডা. তাহের বলেন, প্রেস ব্রিফিং-এ আমি মূলত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন এবং তাদের জন্য নিজ দেশে একটি নিরাপদ অঞ্চল গঠনের প্রয়োজনীয়তার কথা বোঝাতে চেয়েছি।”
তিনি আরও জানান, আমার বক্তব্যে যদি কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে, তবে এই বিবৃতির মাধ্যমে তা পরিষ্কার হয়ে যাবে বলে আমি আশাবাদী। রোহিঙ্গা ইস্যুতে এটিই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্ধারিত দৃষ্টিভঙ্গি।
গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফররত চীনা কম্যুনিস্ট পার্টির প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা বিষয়ে তার মন্তব্যের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।
ওই ব্রিফিংয়ে তিনি বলেন, (রোহিঙ্গা ইস্যুতে) আমরা বলেছি, ফুড, ক্লোথিং এবং শেল্টার এটা কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিক্রিয়েট করা। সেজন্য আমরা একটি প্রস্তাবও দিয়েছি। সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গাদের যে মেজরিটি আছে, সে এরিয়াতে একটি ইন্ডিপেনডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আমরা দিয়েছি।