লালমনিরহাটে জামায়াতের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন, আওয়ামী লীগসহ ১৪ দলের নিবন্ধন বাতিল, জুলাই সনদ বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

এ সময় বক্তারা বলেন, দেশের অর্থসম্পদ যারা লুটপাট করে বিদেশে পাচার করছে, তারা দেশের মঙ্গল কামনা করতে পারে না। ৫ আগস্টের পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মন্দির ও প্যাগোডায় পাহারা দিয়েছে— অথচ তাদের বিরুদ্ধেই মিথ্যাচার চালিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। দেশের শান্তি-শৃঙ্খলা ও মঙ্গলের জন্য জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল ফিরোজ হায়দার লাভলুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Share This Article