লালমনিরহাটে শ্বাসরুদ্ধ করে ৫ বছরের শিশুকে হত্যা

বাংলাদেশ চিত্র ডেস্ক

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ছ্যাকনাপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে জুনায়েদ(৫) শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

রবিবার ৯ জুন রাত ৯ টার সময় ওই এলাকার পার্শ্ববর্তী একটি পাটক্ষেতে জুনায়েদের মরদেহ উদ্ধার হয়। নিহতের পরিবার জানায় সন্ধায় বিদ্যুৎ চলে যাওয়ার পর সে টর্চ লাইট নিয়ে বের হয়,এর মিনিট দশেক পরে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। কিন্তু কোথাও তার সন্ধান মিলছিলো না।পর ঘন্টা খানেক পর তার দাদী বাড়ীর পাশে পাটক্ষেতে পরে থাকা অবস্থায় পেয়ে আবেগে আপ্লূত হয়ে বাসায় নিয়ে গায়ে তেল মালিশ করে। ততক্ষণে নিথর হয়ে পড়েছে শিশু জুনায়েদের দেহ। শিশুটি ওই এলাকার মোঃ দুলাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর থানার ওসি ওমর ফারুক ওসি তদন্ত সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা। তারা প্রাথমিকভাবে এটাকে পরিকল্পিত হত্যা মনে করে লাশটি সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানোর নির্দেশ দেন।

শিশু জুনায়েদের মৃত্যুর ঘটনায় আশে পাশের বাতাশ ভারী হয়ে হয়ে উঠে। যে এমন নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত তার ফাঁশি দাবী করেন স্থানীয় ও নিহতের পরিবার।

গভীর রাতে ঘটনাস্থলে ছুটে আসেন খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুজ্জামান মন্ডল বাদল, তিনি সাংবাদিকদের জানান এমন ন্যাক্কারজনক ঘটনা যে ঘটিয়েছে তার যেন কঠিন শাস্তি হয়, পুলিশ বিষয়টি গভীর ভাবে তদন্ত করছে।হয়তো শীঘ্রই আসামী গ্রেফতার হবে।

Share This Article