লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

বাংলাদেশ চিত্র ডেস্ক

লিবিয়া থেকে আরও ৩০৯ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। 

শুক্রবার (১০ অক্টোবর) সকালে ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়।

প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীর প্রলোভনে পড়ে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হন।

ঢাকায় অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, তাদের এ অভিজ্ঞতা সমাজে মানবপাচারবিরোধী সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

এছাড়া, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেক প্রত্যাবাসিতকে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের ফেরাতে কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Share This Article