লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের হামজা

বাংলাদেশ চিত্র ডেস্ক

পুরো ইউরোপে চলছে শীতকালীন দলবদল। এই সময়ে অনেক ফুটবলারই দল বদলে থাকেন। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, লেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ তারকা হামজা চৌধুরী। বর্তমানে বাংলাদেশ ফুটবলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ২৭ বছর বয়সি এই ফুটবলারকে নিয়ে।

লেস্টার সিটিতে পর্যাপ্ত খেলার সুযোগ পাচ্ছেন না হামজা। যার কারণে চলমান দলবদলে তাকে ধারে কোথাও পাঠাতে চাচ্ছে ক্লাবটি। আর এই সুযোগে তাকে দলে টানতে চাচ্ছে শেফিল্ড ইউনাইটেড। বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন, এই সপ্তাহেই শেফিল্ডের সঙ্গে ধারে চুক্তি করবেন হামজা।

বর্তমানে ইংলিশ ফুটবলে দ্বিতীয় বিভাগে খেলছে শেফিল্ড ইউনাইটেড। আর সেখানে যোগ দিলে অন্তত বেশি সময় ফুটবল খেলার সুযোগ পাবেন বাংলাদেশি এই মিডফিল্ডার। তার পাশাপাশি ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে ভালো অবস্থায় আছে শেফিল্ড। টেবিল টপার লিডস থেকে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। মৌসুম শেষে দ্বিতীয় বিভাগে যদি শেফিল্ড সেরা দুইয়ের মধ্যে থাকতে পারে, তাহলে পরের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে তারা।

এদিকে প্রিমিয়ার লিগে লেস্টারের অবস্থা তেমন ভালো হয়। ২০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে রয়েছে তারা। অবনমন থেকে বাঁচতে চলমান দলবদলের বাজারে বেশকিছু খেলোয়াড় কিনতে যাচ্ছে তারা।

ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্ম নেয়া হামজা ক্যারিয়ারের শুরু থেকেই লেস্টার সিটিতে খেলছেন। মাঝে বিভিন্ন ক্লাবে ধারে খেললেও শৈশবের ক্লাব ছাড়েননি তিনি।

Share This Article