শপথ নিলেন পেট্রোবাংলা অফিসার্স অ্যাসোসিয়েশেনের নবনির্বাচিত প্রতিনিধিরা

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) কর্মকর্তাদের সংগঠন পেট্রোবাংলা অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন।

আজ রবিবার প্রতিষ্টানটির নিজস্ব কার্যালয়ে ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম।

নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান পেট্রোবাংলা অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ও মহাব্যবস্থাপক (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) মো. গোলাম মোর্তযা, পেট্রোবাংলা।

অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রতিষ্টানটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান। 

Share This Article