শপথ নিলেন মুরাদনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোন। বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা উপস্থিত ছিলেন।
পরে মুরাদনগর উপজেলার ভাইস চেয়ারম্যান সাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান মজুমদার শপথ গ্রহণ করেন। তাছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মুরাদনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর কিশোর আলম প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং মুরাদনগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের পাশে থেকে মুরাদনগরকে একটি স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করে যাবো ইনশাহআল্লাহ।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনের ৬ষ্ঠ ধাপে (২৯ মে) মুরাদনগর উপজেলা নির্বাচনে ডক্টর আহসানুল আলম সরকার কিশোর বিপুল ভোটে জয়ী হন। তিনি পান (আনারস প্রতীক) ৮৬ হাজার ৩৭৫ ভোট পান। চেয়ারম্যান পদের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারওয়ার চিনু ঘোড়া প্রতীক পান ১ হাজার ৪০২ ভোট, বসির আহাম্মদ কাপপিরিচ প্রতীক পান ৭৮২ ভোট ও আরেক প্রতিদ্বন্দ্বিতাকারী রাশেদ আলম হায়দার দোয়াত কলম প্রতীক পান ৬০০ ভোট।