শরণখােলায় গৃহবধুর মৃতদেহ উদ্ধার – Dhaka Protidin

বাংলাদেশ চিত্র ডেস্ক

শরণখােলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে হামিদা আক্তার (২৮) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে স্বামীর সাথে অভিমান করে চালের কীটনাশক ট্যাবলেয়েড খেয়ে ওই গৃহবধুর আত্মহত্যা করছে বলে জানাগছে।

শরণখােলা থানার অফিসার ইন চার্জ এ.ইচ.এম কামরুজ্জামান জানান, উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের সৌদি প্রবাসি রুমন মীর এক সপ্তাহ আগে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে স্ত্রী হামিদা বেগমের সাথে পরকিয়ার বিষয় নিয়ে ঝগড়া বিবাদের সষ্টি হয়। একপর্যায় শুক্রবার রাত স্বামীর সাথে অভিমান করে চালের কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ে। রাতেই তাকে শরণখােলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে রাত ১১টায় তার মত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে মালিয়া রাজাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যপারে একটি অপমত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের পর মত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে ওসি জানান।

Share This Article