
শহরাঞ্চলে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। তিনি বলেন, আমরা আরবানে (শহরে) স্বাস্থ্যসেবা দিতে পারি না। এখানে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল। আমরা গণপূর্তের কাছে কিছু জমি চেয়েছি, চেষ্টা করবো সেগুলো কাটিয়ে উঠার জন্য।
আজ সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সদস্যদের জন্য চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পৃথক কমিউনিটি ক্লিনিক করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেকোনো সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সাংবাদিকদের স্বাস্থ্য সেবা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)।
সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য সচিব বলেন, আপনারা বলেছেন আমার ক্ষমতা অনেক। আমি ক্ষমতা মনে করি না, এটি দায়িত্ব। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ। কিছু দাবি পূরণের কথাও এসেছে। আপনারা নিবন্ধন করলে আমাদের অনুদান দেওয়া সহজ। আর বাকি বিষয়গুলো প্রক্রিয়া অনুযায়ী আসলে আমরা বিবেচনা করবো।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের সহায়তায় এই প্রোগ্রামের প্রশংসা করেন স্বাস্থ্য সচিব। বলেন, এনজিওগুলোর দেশের চিকিৎসা সেবায় ভালো ভূমিকা রাখার সুযোগ আছে। দেশের এত বড় জনগোষ্ঠীকে একা সরকারের সব কিছু করার সুযোগ বা সক্ষমতা নেই। এজন্য এনজিওগুলো এখানে কাজ করতে পারে। আমরা ইতিমধ্যে এগুলোর প্রমাণ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আমরা এনজিওগুলোর সহায়তা পেয়েছি।
সভাপতির বক্তব্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দুই হাজার সদস্যর সংগঠন। এ সংগঠনের সদস্যদের বিনামূল্যে পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণে লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসকে আন্তরিক ধন্যবাদ।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির কল্যাণ সম্পাদক রফিক মৃধা। এছাড়াও আরও বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের প্রেসিডেন্ট মো. রিয়াসাত ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সিনিয়র সদস্য সুকুমার সরকার এবং আসিফ শওকত কল্লোল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী সম্পাদক রোজিনা রোজী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, নির্বাহী কমিটির সদস্য জুনায়েদ শিশির প্রমুখ।