শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের কারাগারে পাঠিয়েছে ইসরায়েল

বাংলাদেশ চিত্র ডেস্ক

গাজার অবরোধ ভাঙতে যাওয়া নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন থেকে ইসরায়েলি সেনাদের হাতে অপহৃত বাংলাদেশি আলোকচিত্রী ড. শহিদুল আলম এখন ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শহিদুল আলমের প্রতিষ্ঠিত সংস্থা দৃক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল’র বরাত দিয়ে দৃক এ তথ্য জানিয়েছে।

দৃকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ যারা সকল অপহৃত ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের মাধ্যমে জানা গেছে যে, ড. শহিদুল আলমসহ নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদের আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন যে, জাহাজ দখলের পর থেকে তারা ইসরায়েলি দখলদার বাহিনীর নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ফিলিস্তিনিরা প্রতিদিন একইরকম ও আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছেন।

Share This Article