হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। আজ শনিবার রাত ৯টা ৬ মিনিটে ফ্লাইট ওঠা-নামা শুরু হয় বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই ফ্লাইট ওঠা-নামা বন্ধ হয়ে যায়। কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। কলকাতাও অবতরণ করে কয়েকটি ফ্লাইট।
ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভেছে। বিমান বন্দরের পরিচালক জানিয়েছেন, রাত ৯টা ৬ মিনিটে ফ্লাইট অবতরণ করেছে।