হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ কবির হোসেন (৫৩), ও কুদ্দুছ (৪১) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এদের মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর।
আজ শুক্রবার ভোরে বিমানবন্দরের বহির্গমণ ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেইট থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ৩ নম্বর গ্লাস গেইটের সামনে কবির হোসেন ও কুদ্দুছকে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রী সহযাত্রীদের মধ্যে সন্দেহ হয়। পরে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে তাদের টার্মিনালে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকেন। তাদের জ্ঞিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হয়। পরে তাদের তল্লাশি করে নীল রংয়ের ছোট ব্যাগের ভেতর থেকে ৪টি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালংকারসহ সর্বমোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে বিমানবন্দর ব্যবহার করে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ আনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
    