শাহবাগে পুলিশের পাশে ছাত্রলীগের সশস্ত্র অবস্থান

বাংলাদেশ চিত্র ডেস্ক

দিনভর অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে পুলিশ। তবে শাহবাগে পুলিশি চেক পোস্টের পাশে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে কয়েক’শ ছাত্রলীগ নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। 

শাহবাগ থানার সামনে পুলিশের চেক পোস্টের পাশে জমায়েত এসব ছাত্রলীগ কর্মীরা মাঝে মাঝে স্লোগান দিচ্ছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রবেশমুখ এই জায়গাটিতে সকাল থেকে কয়েক’শ পুলিশ মোতায়েন করা রাখা হয়। রাত সাড়ে ৯টার পরও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছিল। 

সূত্র জানিয়েছে, পুলিশের গ্রিন সিগন্যাল পেলে রাতে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ কয়েকটি হলের দখল নিতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে পুলিশের ওপর। 

এর আগে রাত ৮টার দিকে পুরো ক্যাম্পাস ঘুরে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। তবে টিএসসি, ভিসি চত্ত্বরসহ বিভিন্ন স্থানে অসংখ্য পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Share This Article