দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী’র মমতাময়ী মা মরহুমা শাহীনা রব এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজধানীর দেশগ্রাম মিলনায়তনে ১৯ জুলাই রাতে অনুষ্ঠিত হয়।
মিডিয়া সেন্টার এর চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠক সৈয়দ নাজমুল আহসান।
সাংবাদিক শহিদুল ইসলাম শাহীনের উপস্থাপনায় প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিজ্ঞান ভিত্তিক আলোচক আল্লামা খন্দকার শহীদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, সংগঠক লোকমান হেকিম, সংগঠক কবি মুজিবর রহমান বকুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোল্লা বাহাউদ্দীন বাপ্পি, সুজন হাসান শর্ত, হাসান মাহমুদ জয়, মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মরহুমা শাহীনা বেগম একজন রত্নগর্ভা মহিলা ছিলেন। আমি এই জন্য বলবো কারণ তার গর্ভেই জন্ম নিয়েছেন আমাদের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক এবং দেশগ্রাম মিডিয়ার সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী।
প্রধান আলোচক আল্লামা খন্দকার শহীদুল হক বলেন, মরহুমা শাহীনা বেগম তার সুসন্তান মোস্তফা কামাল মাহদীর জন্য স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবেন অনেকের মাঝে।
সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল মাহ্দী তার মায়ের উপর বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি দেশগ্রাম মিডিয়া সেন্টারে লোকমান হেকিমকে সোশ্যাল অ্যাডভাইজার, আল্লামা খন্দকার শহীদুল হক কে রিলিজিয়ন এডভাইজার, কবি মুজিবর রহমান বকুল কে লিটারেচার অ্যাডভাইজার এবং আজিজুল ইসলাম রিপন কে মিডিয়া এডভাইজার মনোনীত করেন।
এরপরে তিনি শাহীনা রব স্মৃতিপদক-২০২৩ সালের মনোনীত ব্যক্তিত্বদের নাম ঘোষণা করেন।
আজীবন সম্মাননা অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. আমিনুল কাদের মীর্জা, শিক্ষা বিস্তারে অধ্যক্ষ মোহা. শেখ সাদী, দাওয়াতে ইসলামী সাইয়্যেদ মোহেবুল্লাহ, ইতিহাস গবেষণায় নূর হোসাইন মোল্লা, সাহিত্যে ড. ইয়াহইয়া মান্নান, ফজলুল হক মিলন, সমাজসেবায় ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসাইন ভূঁইয়া স্বপন, সিটি সাংবাদিকতায় জিএম শাহজাহান, রাজনীতিতে জাহিদুর রহমান (জাহিদ আবেদীন), অনলাইন পোর্টাল সম্পাদনায় আবু রায়হান মিকাঈল, মফস্বল সাংবাদিকতায় ইসমাইল হোসেন হাওলাদার, কবিতায় মুজিবর রহমান বকুল, সালমা জাহান সনিয়া, সানজিদা আক্তার, ক্রাইম রিপোর্টিং মোল্লা বাহাউদ্দীন বাপ্পি, শহিদুল ইসলাম শাহীন, তরুণ ফিচার লেখক হিসাবে তানজিদ শুভ্র, উপস্থাপনায় নুরুল ইসলাম খান মামুন, সংগঠক শেখ মোঃ সুমন, শিক্ষকতায় একরামুল হক সেলিম। এছাড়াও আরো কয়েকজনের নাম আগামী কোন এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।