শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি অর্জন করে জাতীয় ক্ষেত্রে ভূমিকা রাখার আহবান করেন এবাদুল করিম বুলবুল এমপি

বাংলাদেশ চিত্র ডেস্ক

মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউপির থোল্লাকান্দিতে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রি অর্জন করে জাতীয় ক্ষেত্রে ভূমিকা রাখার আহবান করেন এবাদুল করিম বুলবুল এমপি।

শনিবার (০৪/০৩/২৩) সকাল ১০ ঘটিকায় রাবেয়া মেমোরিয়াল গালস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এবাদুল করিম বুলবুল এমপি বলেন, আপনার দেখেছেন! এখানে যে সহকারি কমিশনার ভূমি আছেন উনি একজন মহিলা। আপনারা ভাল করে পড়াশোনা করলে একদিন উনার (সহকারি কমিশনার) চেয়ে অনেক বড়ো কিছু হতে পারবেন। আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নাই।

বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানসহ অন্যান্যরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণসহ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন উপস্থাপনামূলক কসরত ও বক্তব্যে উৎসাহ প্রদানসহ উপস্থিত সকলে করতালি দিয়ে অভিবদন জানান।

এ সময় স্থানীয় বীর মুক্তিযুদ্ধা, নেতৃবৃন্দসহ প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article