শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনে বিএনপির সমর্থন

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিএনপি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা আগামী বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউনে সমর্থন জানিয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের দলের এই সমর্থনের কথা জানান।

রিজভী বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। এতে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজভী সারাদেশের বিএনপির নেতা-কর্মীদের শিক্ষার্থীদের আন্দোলনে সহযোগিতা করার অনুরোধ জানান। 

Share This Article