শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন হাজী সেলিম

বাংলাদেশ চিত্র ডেস্ক

আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে ধাওয়া দিয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এলাকায় তাকে ধাওয়া দেয় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরে ধাওয়া খেয়ে হাজী সেলিম ল্যাবএইড হাসপাতালের ভেতরে আশ্রয় নেন।

হাজী সেলিমের সঙ্গে একজন জানান, সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে হাজী সেলিম ডাক্তার দেখাতে গিয়েছিলেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। পরে তারা ল্যাবএইড হাসপাতালের ভেতরে আশ্রয় নেন। 

Share This Article