শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে সচিবালয়ে শিক্ষার্থীরা

বাংলাদেশ চিত্র ডেস্ক

অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভরত সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে প্রবেশে করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় শিক্ষার্থীদের ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেন।

প্রতিনিধিদের মধ্যে রয়েছেন মো. নাঈম হাওলাদার, তানজিমুল আবিদ, রবিন, রিয়াজ উদ্দিন, ফাহাদ, ফরহাদ, পাভেল, ইউসা বিন আলম, মারুফ, ইউনুস, জাফরীন, ইমু, স্মৃতি, সামান্তা, আসফিয়া, রবিউল চোকদার, সৈকত, সাবরিনা, আওলাদ, রবিউল্লা, সানি, মুত্তাকী ও মাসুম।

এর আগে সোমবার সকাল থেকে শিক্ষা ভবনের মোড়ে অবস্থান নেন তারা। দুপুরে তারা ৪ দফা দাবি উপস্থাপন করে এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দেন।

শিক্ষার্থী প্রতিনিধি ইডেন মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী স্মৃতি আক্তার বলেন, আমাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।

তিনি জানান, শিক্ষার্থীরা উপদেষ্টা বা কারও কাছে যাবে না। তাদের শিক্ষার্থীদের কাছে আসতে হবে। তা না হলে কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীরা দায়ী থাকবে না। সময় যত যাবে তত এখানে (শিক্ষা ভবনের সামনে) শিক্ষার্থীদের জনসমুদ্র সৃষ্টি হবে।

 

Share This Article

এ সম্পর্কিত আরও খবর