শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ পুনর্গঠন

বাংলাদেশ চিত্র ডেস্ক

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ২ নভেম্বর প্রজ্ঞাপন এর প্রেক্ষিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এছাড়াও ২০২৪ সালের ১৭ অক্টোবর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন বাতিলপূর্বক বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ৫(১) উপধারা অনুসারে সরকার ২৬ জন সদস্যবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করেছে। 

এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি ও সচিবকে সহসভাপতি করা হয়। সোমবার (৩ নভেম্বর) শিল্পকলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। 

সভাপতি ও সহসভাপতি ছাড়াও শিল্পকলা পরিষদের সস্যদের মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার)।

পরিষদের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
সদস্যদের মধ্যে আরো রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা অধিশাখা) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন।

এছাড়া রয়েছেন নজরুল সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস আরা, সংগীতব্যক্তিত্ব হামিন আহমেদ, নৃত্যব্যক্তিত্ব তামান্না রহমান, নাট্যব্যক্তিত্ব কামাল বায়েজীদ, দৈনিক আমাদের সময়-এর নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, ঢাকা বিভাগের বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, চট্টগ্রাম বিভাগের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব (উপস্থাপক) তাজনূভা জাবীন, খুলনা বিভাগের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব (শিল্প সমালোচক) ড. আবু হেনা আবিদ জাফর ও বরিশাল বিভাগের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব (চলচ্চিত্র নির্মাতা) জনাব ওয়াহিদ আনাম।

রাজশাহী বিভাগ থেকে রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, সিলেট বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাউল সংগীতশিল্পী শাহ নূর জালাল, ময়মনসিংহ বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, রংপুর বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নাট্য শিল্পী ও সংগঠক হায়দার আলী সরকার।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন অনুযায়ী, পরিষদ প্রতি তিন মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে। সভার তারিখ, সময় ও স্থান পরিষদের সভাপতি নির্ধারণ করবেন। গঠিত পরিষদ পুনর্গঠন বা বাতিলের ক্ষমতা সরকার বিধি মোতাবেক সংরক্ষণ করে।

Share This Article