ইবি প্রতিনিধি–
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাম ফর রোড চাইল্ড (সি আর সি) বিশ্ববিদ্যালয় শাখা স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে এই আয়োজন করা হয়।
কর্মসূচিতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এসময় সিআরসি স্কুলের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন মঞ্জু, সাব্বির খান, নবীন শিক্ষক সাঈফুদ্দিন সহ সংগঠনটির সদস্য আখি আলমগীর, লাময়া, কেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের অনুপ্রেরণা। এই অনুপ্রেরণা আগামী প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার জন্য এবং সি আর সি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই দিবসের তাৎপর্য তুলে ধরার জন্যই চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা ভাষা আন্দোলনের গুরুত্ব হাতে কলমে শিখতে পারবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান ও পরে উপস্থিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
নাজমুল সুজন বিশ্বাস / দৈনিক বাংলাদেশ চিত্র