সারমিন ইসলাম রত্নার জন্ম ২১শে নভেম্বর, জন্মস্থান কেরানীগঞ্জ, ঢাকা। পড়াশুনা বাংলা সাহিত্যে সম্মান। সারমিন ইসলাম রত্না লেখালেখি করছেন দেড় যুগেরও অধিক সময় ধরে। দেশের প্রথম সারির পত্রিকায় নিয়মিত তার লেখা ছোটদের গল্প ও ছড়া প্রকাশিত হয়। এছাড়াও তিনি একজন বাচিক শিল্পী। রেডিও-টিভি ও বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে শিশু সাহিত্য চর্চার পাশাপাশি গান লিখছেন এবং সুর করছেন। অক্ষরবৃত্ত পান্ডুলিপি প্রতিযোগিতা -২০২১ শিশু সাহিত্য গল্প বিভাগে অর্জন করেছেন পুরষ্কার।
তার প্রকাশিত উল্লেখযোগ্য বইসমূহঃ তাহিয়ানের যত মজার কান্ড(সাতভাই চম্পা প্রকাশনী), সোনার পায়রা(মুক্তধারা), সবুজ বনের খরগোশ(পঙ্খিরাজ), তুষিমনির একব্যাগ দুষ্টুমি (শিশু গ্রন্থ কুটির)। সারমিন ইসলাম রত্না তার লেখার মাধ্যমে শিশুদের জীবন আনন্দে ভরিয়ে দিতে চান।
তার জন্মদিনে সবার কাছে দোয়া কামনা করেন। দৈনিক বাংলাদেশ চিত্র পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।