শুক্রবার

বাংলাদেশ চিত্র ডেস্ক

সাপ্তাহিক আজ ঈদের দিনে
যাই সবে যাই চলো
মহান প্রভুর প্রার্থনাতে
হাত দুটি তোর তোলো ।

শুক্রবার আজ জুম্মাবার আজ
আজকে শ্রেষ্ট দিনে
এই ক্ষণেতে প্রভুর কাছে
আপোষ করো মনে।

আজকে খুশির এমন ক্ষণে
পবিত্র হও মনে
অনুতপ্ত হও সবে আজ
মহান প্রভুর সনে ।

শুক্রবারের এই লগনে
শুদ্ধতে হও ধৌত
এক কাতারে হিংসা ভুলে
মসজিদে হও যৌথ ।

Share This Article