
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে থাকা কিছু মামলা তদন্তাধীন রয়েছে। এসব মামলা শিগগিরই দৃশ্যমান করা হবে। এ ছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোও পুনরায় তদন্ত করা হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুর নগরীর স্টেশন রোডে ২২ কোটি ৩৭ লাখ ৭৬ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা বিশিষ্ট দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ রাজনৈতিক সরকার নয়। তবে এর প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, যা ইতিবাচক।
নতুন এই আঞ্চলিক কার্যালয়কে তিনি রংপুর অঞ্চলের দুর্নীতি প্রতিরোধের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। এ সময় রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।